আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি সদরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আশাশুনি সদরের দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উত্তরণের এসটিইপি প্রকল্প’র আওতায় ইকো’র অর্থায়নে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন।
নারী কমিটি গঠনের লক্ষ্যে ফিল্ড ফ্যাসিলেটেটর তীর্থ কুমার দে’র উপস্থাপনায় এ্যাকসান এগেইনস্ট হাঙ্গারের সহযোগিতায় সমাবেশে সভাপতিত্ব করেন প্রকল্পের এসিএফ তানভীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল ও মহিলা সদস্য মারুফা খাতুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী যমুনা রানী মন্ডল, ছান্দে মন্ডল, মমতা শীল প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে সুবর্ণা রানী সানাকে সভানেত্রী ও ছন্দা রানী মন্ডলকে সাধারণ সম্পাদীকা করে ১৫ সদস্য বিশিষ্ট ১৮ মাস মেয়াদি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক নারী কমিটি গঠন করা হয়।
