হোম জাতীয় ‘বনখেকোদের হামলায়’ বনরক্ষা আন্দোলনকর্মী নিহত!

জাতীয় ডেস্ক :

কক্সবাজারের রামুতে এক বনরক্ষা আন্দোলনকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ব্যাঙডেবা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম আলী আহমদ। তিনি ব্যাঙডেবা গ্রামের হেডম্যান।

স্থানীয়রা জানান, মৃত হেডম্যান আলী আহমদ দীর্ঘদিন ধরে রামুর প্রত্যন্ত অঞ্চল ব্যাঙডেবায় বন রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করে আসছিলেন। বনখেকোরাই আলী আহমদকে হত্যা করেছেন বলে ধারণা করছেন তারা।

এদিকে আলী আহমদের হত্যাকাণ্ডের কথা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গ্রামবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।

রামু থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে অসংখ্য কোপের চিহ্ন পাওয়া গেছে। খুনের কারণ উদ্ঘাটন ও আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন