জাতীয় ডেস্ক :
ফেনী শহরের দাউদপুর খাজা আহম্মদ পৌর সবজির পাইকারি বাজারে প্রতিদিনই স্থানীয়দের উৎপাদিত কৃষি পণ্যের বাইরেও দেশের বিভিন্ন জেলা থেকে আসা শাকসবজি নিয়ে পাইকারি হাট বসে। এ বাজারে গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সবজি কিছুটা বেশি দামে বিক্রি হয়েছে। এ বিষয়ে বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় কাঁচাপণ্যের দাম কিছুটা বেশি।
ভোর থেকেই বাহারি সবজির পসরা ফেনীর দাউদপুর খাজা আহম্মদ পৌর সবজির বাজারে। আশপাাশের বিভিন্ন এলাকা থেকে শীতকালীন শাকসবজির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণ তাজা সবজি কিনতে বাজারে আসেন বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতা। ষাটের অধিক পাইকারি আড়তে ভোর থেকে দিনব্যাপী চলে রমরমা বেচাকেনা। খুচরা ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দরে বিভিন্ন কাঁচাপণ্য কিনে শহরসহ জেলা ও উপজেলার হাটবাজারসহ চলে যান অলিতে গলিতে বিক্রির জন্য। তবে গত কয়েকদিনের চেয়ে দাম কিছুটা বেশি হওয়ায় হতাশ তারা।
এ বাজারে প্রতি কেজি আলু ৯ থেকে ১০ টাকা, ফুলকপি (পিস) ২৫ টাকা, বাঁধাকপি (পিস) ১৫ টাকা, কাঁচামরিচ ২০ থেকে ২৫ টাকা, পেঁয়াজ ৪০ থেকে ৪২ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, ঝিঙ্গা ৩৫ টাকা, কাকরোল ৫৫ থেকে ৬০ টাকা, শসা ৪০ টাকা, পুঁইশাক ৩০ টাকা, বেগুন ২০ থেকে ২২ টাকা, মূলা ১৮ থেকে ২০ টাকা, বরবটি ৩৫ টাকা, পেঁপে ১৫ টাকা, লাউ (পিস) ৩০ থেকে ৪০ টাকা, গাজর ১৭ টাকা, শিম প্রকারভেদে ২৫ থেকে ৪৫ টাকা, ধনিয়া পাতা ৩০ থেকে ৪০ টাকা এবং টমেটো ৩০ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে।
সবজির বাড়তি দাম নিয়ে খুচরা ব্যবসায়ীরা বলেছেন, ফুলকপি গতকাল নিয়েছি ২৩ টাকা। আজ কিনেছি ২৫ টাকা। বন্যার কারণে ফসল নষ্ট হয়ে গেছে। তাই দাম বেশি। তাদের দাবি, এই সপ্তাহে সরবরাহ কম থাকায় এবং তেলের মূল্য বৃদ্ধির কারণে দাম কিছুটা বেড়েছে।
পরিবহন খরচ বৃদ্ধির প্রভাবে সবজির দাম বেড়েছে উল্লেখ করে ফেনীর দাউদপোল খাজার আহম্মদ পৌর কাঁচা আড়তের সহ সভাপতি মমিনুল হক মিয়াধন বলেছেন, যে গাড়ি আমরা ২৪ হাজার দিয়ে আনতাম, সেই গাড়ি আমরা এখন ৩০ হাজার টাকা দিয়ে আনি। ৫ থেকে ৬ হাজার টাকা গাড়িতে বাড়তি। এর কারণে দাম একটু বেড়েছে।
ফেনীর সবচেয়ে বড় এই পাইকারি সবজির বাজারে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার সবজি কেনাবেচা হয় বলে জানান ব্যবসায়ীরা।