বিনোদন ডেস্ক :
বলিউডের অন্যতম হিরো অক্ষয় কুমার। নামের সঙ্গে খান বা কাপুর টাইটেল না থাকলেও বলিউডে দিয়েছেন বেশ কিছু বক্স অফিস কাঁপানো সিনেমা।
তবে এই নায়কের শোবিজ জগতের জার্নি মসৃণ ছিল না। আজকের অক্ষয় কুমার হতে বেগ পেতে হয়েছে অনেক। নব্বই দশকের জনপ্রিয় জুটি ছিল অক্ষয় কুমার ও রবীনা ট্যান্ডন জুটি। সে সময় তাদের রসায়ন নিয়ে বেশ চর্চা হতো। এত বছর পরেও তা নিয়ে তর্ক জমে।
এক সঙ্গে বলিউডে পা দিয়েছিলেন এই তারকাদ্বয় । এক সময় তাদের অনস্ক্রিন প্রেম নিয়ে বলিপাড়ায় গুঞ্জন শোনা যেত। এমনকি, বলি-তারকাদের সম্পর্ক নিয়ে কথা উঠলে অক্ষয়-রবীনার প্রসঙ্গ উঠে আসে সবার আগে।
অনেকে মনে করেন, তাদের ‘টিপ টিপ বরসা পানি’ গানের দৃশ্যায়নের সময় দুজনের রসায়ন চরমে উঠেছিল । তবে ভক্তদের দাবি, ওই গানটিই অক্ষয়-রবীনা জুটির ফিল্মি কেরিয়ারের সোনালি রেখা হিসেবে মনে থাকবে।
তবে ফিল্মি পর্দার বাইরেও অক্ষয়-রবীনার জুটি সুপারহিট হয়েছিল। বলিপাড়ায় গুঞ্জন ছিল, প্রেমপর্বের মাঝেই তা এক সময় বাগদান পর্যন্তও গড়িয়েছিল। দীর্ঘদিন ধরে তা নিয়ে জল্পনাও চলেছিল। এক সময় বাগদানের কথা স্বীকারও করেন দু’জনে। তবে আজ দু’জনেই নিজেদের সংসার নিয়ে ব্যস্ত।
টুইঙ্কেল খান্নাকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন অক্ষয়। অন্যদিকে, অনিল ঠন্ডানির সঙ্গে ঘর পেতেছেন রবীনা ট্যান্ডন। তবে অক্ষয়-রবীনা দু’জনেই একে-অপরের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন। এ কথা জানিয়েছেন দু’জনেই।
তবে কখন কোথায় কীভাবে বাগদান হয়েছিল এ বিষয়ে মুখ খোলেননি দু জনের কেউই।