হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় রাজমিস্ত্রি সহ বিভিন্ন পেশার মিস্ত্রিদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, রড মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি ও স্যানিটারি মিস্ত্রিদের মাঝে দক্ষতা বৃদ্ধিমূলক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধণী কর্মশালায় বিভিন্ন পেশার ৫০ জন মিস্ত্রি অংশগ্রহন করেন। উপজেলা প্রকৌশলী দপ্তর, এলজিইডি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) শেখ আমানুল্লাাহ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের ইউডিএফ সুরেশ মন্ডল সহ সাংবাদিক ও প্রশিক্ষণগ্রহনকারী ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মিস্ত্রিদের দক্ষতা বৃদ্ধিতে ১২ জানুয়ারী একই ভ্যেনুতে আরো ৫০ জন ব্যক্তি প্রশিক্ষণ গ্রহন করবেন বলে জানা যায়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন