হোম ফিচার ঝিকরগাছায় নৌকার প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে উপজেলা যুবলীগের নির্বাচনী কর্মীসভা ও গণসংযোগ

তাজমুল, ঝিকরগাছা :

আগামী ১৬ জানুয়ারী যশোরের ঝিকরগাছা পৌর নির্বাচনে নৌকার প্রতীকের বিজয়ের লক্ষ্যে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে নির্বাচনী কর্মী সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে উপজেলা কমিটির মাধ্যমে ক্রেস প্রদান কার হয়।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় বাসস্ট্যান্ডের উপজেলা যুবলীগের আয়োজনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা যুদ্ধের অপশক্তিকে কাজে লাগিয়ে কখনো ক্ষমতায় আশা যাবে না। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিকের সম্মান দিয়ে ও নৌকা মার্কার প্রার্থীকে সমর্থন দিয়ে আবারও ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালকে বিজয়ের লক্ষ্যে সর্বদা যুবলীগের সকল কর্মী মাঠে থাকবে এবং নৌকা মার্কাকে জয় যুক্ত করবে বলে আমি আশাবাদি।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের জেলা কমিটির সহ সভাপতি আজাহার আলীর সভাপতিত্বে ও প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির, আব্দুল্লাহ রানা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, বর্তমান পৌর মেয়র ও বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের মাঝি আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান মুসা, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুর কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, সাবেক প্রচার সম্পাদক মোর্ত্তজা ইসলাম বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবলীগ সদস্য আবু জাফর মনি, আব্দুল জব্বার, জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর যশোর জেলা শাখার যুগ্নআহবায়ক শাওন রেজা খোকা, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু, মুনিরুল আলম মিশর, আলিমুল মৃধা, সদস্য ফজলে হোসেন বাদশা, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধরণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, উপজেলা শ্রমিকলীগ নেতা মাহাবুর হাসান বরি, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইলিয়াজ হোসেন ও সদস্য রফিকুল ইসলাম বাপ্পী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন