স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে।
সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দপ্তর সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
আলোচনায় অংশ নেন সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম আমির হোসেন, তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ, ইয়ার মাহমুদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, আবু সাঈদ লাভলু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান মুকুলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।