জাতীয় ডেস্ক :
রাজধানীর সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি সুরভী-৯ লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার পাইপে বাড়তি ধোঁয়া বেরুচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
পরে জরুরি ভিত্তিতে চাঁদপুরের মোহনপুর লঞ্চ ঘাটে লঞ্চটি নোঙর করা হয়। এ সময় যাত্রীদের নিরাপত্তায় সেখানে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা অবস্থান নেয়।
বিআইডব্লিউটিএ এর চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম গণমাধ্যমকে জানান, ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি জানান, লঞ্চের ইঞ্জিনে আগুন ধরার পর কিছু সময়ের মধ্যে তা নিভিয়ে ফেলতে সক্ষম হন কর্মীরা। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে লঞ্চটি।
মো. কায়সারুল ইসলাম জানান, যাত্রীদের নিরাপত্তা ভেবে অন্য বিকল্প লঞ্চে বরিশালে পাঠানো হবে।
এদিকে রাত দেড়টায় চাঁদপুরে বিআইডব্লিউটিএ’র পরিদর্শক সুমন জানান, লঞ্চটি কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ইঞ্জিনের সাইলেন্সার পাইপে বাড়তি ধোঁয়া বেরুচ্ছে। এমন দৃশ্য দেখে যাত্রীরা আতঙ্কিত হলে মোহনপুর ঘাটে ভিড়ানো হয়।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহিদুল ইসলাম জানান, লঞ্চে আগুন লাগার এমন কোনো ঘটনা ঘটেনি।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরীফুল হাসান জানান, বিকল্প লঞ্চ ঢাকা থেকে ছেড়ে আসার পর আটকেপড়া যাত্রীদের বরিশালের উদ্দেশ্য নিয়ে যাওয়া হবে।