হোম জাতীয় হালুয়াঘাটে গারো দুই স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার ৬

জাতীয় ডেস্ক :

ময়মনসিংহের হালুয়াঘাটে দুই গারো স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ৬ আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৭ জানুয়ারি) মধ্যরাতে ময়মনসিংহ থেকে ওই মামলার প্রধান আসামি রিয়াদকে গ্রেফতার করে র‌্যাব। আর বাকি ৫ জনকে গাজীপুর ও ময়মনসিংহ থেকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলা ও গোয়েন্দা পুলিশ।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রিয়াদ এলাকায় এক চিহ্নিত সন্ত্রাসী। বিভিন্ন সময় নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। মূলত রিয়াদ হালুয়াঘাট এলাকায় ১২/১৪ জনের একটি সংঘবদ্ধ গ্যাং পরিচালনা করে থাকে।

‘এই গ্রুপটির বিরুদ্ধে মাদক, নারী উত্যক্তসহ বিভিন্ন ধরনের অপরাধের জড়িত সঙ্গে। গ্রুপ প্রধান রিয়াদের বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হওয়ায় প্রভাব খাটিয়ে তারা এলাকায় নানা অপরাধ করে আসছিল।’

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে রিয়াদ ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষণে সরাসরি ৬ জন অংশ নেয় আর বাকিরা বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেছে।

র‌্যাবের দাবি, এর আগে বিভিন্ন অপরাধ করে গ্রাম্য সালিশের মাধ্যমে তাদের ছাড় দেওয়া হয়ে আসছিল।

ধর্ষণের পর কিশোরীর পরিবারকে নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছিল প্রভাবশালী চক্রটি। তাই মামলা করতে বিলম্ব হয় বলেও জানায় র‌্যাব।

এদিকে এ ঘটনায় গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান অভিযান চালিয়ে অভিযুক্ত আরও ৫ আসামিকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা ও গোয়েন্দা পুলিশ।

ময়মনসিংহের পুলিশ সুপার আরহাম উজ্জামান জানান, ঘটনাটি ঘটেছে গত ২৭ শে ডিসেম্বর। শুরু থেকেই আসামিদের ধরতে তারা তৎপর ছিলেন। বাকিদেরও অল্প সময়ের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন আরহাম উজ্জামান।

মামলার বর্ণনা থেকে জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাটে একটি গারো পরিবারের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে দুই কিশোরী। গারো সম্প্রদায়ের কেউ না হয়েও সেই বিয়ের অনুষ্ঠানে অংশ নেয় রিয়াদ ও তার সহযোগীরা।

অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ওই দুই কিশোরীর পিছু নেয় তারা। পথের মধ্যে হত্যার হুমকি দিয়ে তাদের গণ ধর্ষণ করে তারা। পরবর্তীতে ৩০ ডিসেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় রিয়াদ সহ শরীফ উদ্দীন, মিয়া হোসেন, রুকন উদ্দীন, রমজান আলী, কাওসার হোসেন, আসাদুল মিয়া, শফিকুল ইসলাম, মিজান মিয়া ও মামুনুর রশিদকে আসামি করা হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন