সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আসন্ন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও অত্যন্ত সরলমনা মানুষ মোঃ আলী হায়দারের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে ইউনিয়নের নয়াবন্দ তার নিজ গ্ৰামে গ্রামবাসীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
নয়াবন্দ গ্রামের প্রবীন মুরুব্বী মো. মাওলানা শরুফ মিয়া’র সভাপতিত্বে ও মুশাহিদ মিয়া’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আলী হায়দার।
এছাড়াও বক্তব্য রাখেন নয়াবন্দ গ্রামের গিয়াস উদ্দিন,মোস্তফা,অজিত পাল,সিন্ধু পাল,কালা মিয়া,মোশাররফ মিয়া,কামাল,মাসুক মিয়া,সামসুল আলম,আয়ুব আলী সদ্দার, জহুর সদ্দার, আব্দুল কাইয়ুম,মৌলভী আব্দুল্লাহ,ও আশরাফুল উলুম নয়াবন্দ দশগাঁও মাদ্রাসার শিক্ষক,মাওলানা হাম্মাদুর রহমান সহ প্রমুখ।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আলী হায়দার বলেছেন,আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। আমি একটি অবহেলিত ইউনিয়নে জন্মগ্রহন করে স্বাধীনতার ৫০ বছরে ও দেশের বিভিন্ন ইউনিয়নগুলোর অবকাঠামোগত উন্নয়ন যেমন শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থান এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন সাধিত হলেও আজো আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেও জনসাধারনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই ইউনিয়নের মানুষজন।
তিনি আরও বলেন আজো আমরা উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি। কিন্তু কেন আজো আমরা উন্নয়ন বঞ্চিত রয়ে গেলাম সেই প্রশ্নের সমাধান একজন কর্মী হিসেবে তিনি আরো বলেন,এই সুনামগঞ্জ জেলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। আর এই জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মানুষজন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই আমাদের পূর্বপূরুষ থেকে শুরু করে আমরা ও হিন্দু,মুসলিম,সম্প্রদায়ের মানুষজন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রয়েছি। তিনি এবার সর্বস্তরের জনসাধারনের অকুণ্ঠ সমর্থনে বিজয় সুনিশ্চিত করতে পারলে এই শ্রীপুর উত্তর ইউনিয়নবাসী আর কোনদিকেই অবহেলিত থাকবে না বলে আশ্বস্ত করেন। তিনি আগামী ৭ই ফেব্রুয়ারি জনসাধারণ মানুষ তাকে চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত করে উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।