হোম অন্যান্যসারাদেশ কুশুলিয়া ইউনিয়ন পরিষদে পল্লী বিদ্যুতের গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিসের আয়োজনে কুশুলিয়া ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ জানুয়ারী বুধবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিসের আওতায় প্রায় ২শতাধিক গ্রাহকের উপস্থিতিতে দূর্নীতি, হয়রানি, অনিয়ম, বিদ্যুৎ চুরি প্রতিরোধ সহ আমার গ্রাম , আমার শহর রূপকল্প বাস্তবায়নের লক্ষে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মুহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার পঙ্কজ সিকদার, ইউ.পি সদস্য আব্দুল গফ্ফার, সিরাজুল ইসলাম, খায়রুল ইসলাম, সাংবাদিক শাওন আহম্মেদ সোহাগ, হাফিজুর রহমান, তুলাকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, গ্রাহক শেখ হারুন, সেলিম খান, নওশের আলী সরদার প্রমূখ।

বক্তারা বলেন মুজিব বর্ষে সারাদেশের ন্যায় কালিগঞ্জেও শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। কোনো গ্রাহক যাতে হয়রানির শিকার না হয়, গ্রাহকরা যাতে সঠিক বিদ্যুতের সেবা পেতে পারে এবং যেকোনো অনিয়ম ও দূর্নীতি হলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কালিগঞ্জ জোনাল অফিসকে অবহিত করার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন