স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমানের গৌরিঘোনা বাজারের চশমা প্রতিকের নির্বাচনি অফিস বৃহস্পতিবার ভাংচুর করেছে নৌকা প্রতিকের কর্মী সমর্থকরা। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে গৌরিঘোনা বাজার চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে দল মত নির্বিশেষ হাজারো মানুষ উপস্থিত হন।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় মাসুদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে নৌকা প্রতিকের প্রার্থী এস এম হাবিবুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার গৌরিঘোনা বাজারের নির্বাচনী কার্যালয় ও মটর সাইকেল এবং প্রচার মাইক ভাংচুর করে। সন্ত্রাসীরা ইউনিয়নব্যাপী চশমা প্রতিকের ৬ টি অফিসের শতাধিক চেয়ার টেবিল ভাংচুর করে।
তিনি আরো বলেন, শান্তিপুর্ন পরিবেশ বজায় থাকলেও তারা ভোটের হিসাবে পরাজিত হওয়ার আশঙ্কায় সহিংসতার পথ বেছে নিয়েছে। ভাংচুরের ঘটনা সহকারি পুলিশ সুপার ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ, রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে।তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশের দাবি জানান। এবিষয়ে নৌকা প্রতিকের প্রার্থী এস এম হাবিবুর রহমান বলেন, এ ঘটনার সাথে নৌকা প্রতিকের কর্মী সমর্থকরা জড়িত নেই।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।