আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন। বুধবার দেশটিতে অসহায় পরিবারগুলোর মাঝে চীনা সহায়তা বিতরণ করে তালেবান সরকার। এদিকে, আফগানিস্তানের জব্দ করা সম্পদ ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে কাবুলে বিক্ষোভ করেছে একদল নারী।
গত আগস্টে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। একদিকে বৈদেশিক সহায়তা বন্ধ; অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিজেদের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ জব্দের পর দেশটির অর্থনীতি হুমড়ি খেয়ে পড়ে। চরম খাদ্য সঙ্কটে ভুগছে সাধারণ মানুষ।
আফগানিস্তানের এমন বিপদে হাত বাড়িয়ে দিয়েছে চীন। বুধবার চীনের রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আফগানিস্তানে এক হাজার অসহায় মানুষের জন্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়। কাবুলের অন্তত ২২টি জেলায় এসব সহায়তা সরবরাহ করা হয় বলে জানায় তালেবান সরকার। চীনকে ধন্যবাদও জানায় তারা। প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোয় চীনের প্রতি ধন্যবাদ জানান অসহায় মানুষেরাও।
এদিন দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের দাবিতে কাবুলের রাস্তায় বিক্ষোভ করেন বেশ কয়েকজন নারী। বিদেশি সহায়তার পাশাপাশি যুক্তরাষ্ট্রে জব্দ করা সম্পদ মুক্ত করার আহ্বান জানান তারা।
তারা বলেন, আমরা অসহায়ভাবে দিনযাপন করছি। আমাদের সন্তানেরা ভয়াবহ সংকটের মুখোমুখি হচ্ছে। তারা আমাদের অর্থ ফেরত দিলে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো।
আফগানিস্তানে চলমান অর্থ সংকটের কারণে গেল কয়েক মাস ধরেই অনিয়মিত বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।