হোম আন্তর্জাতিক পোল্যান্ডে করোনায় ৭৯৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

পোল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৭৯৪ জনের মৃত্যু হয়েছে। মহামারির চতুর্থ ঢেউয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

পোলস্যাট নিউজ টেলিভিশনকে দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ওয়ালডেমার ক্রাস্ক এমন তথ্য দিয়েছেন। চতুর্থ ঢেউয়ে দেশটিতে সংক্রমণ বাড়ছে ব্যাপকহারে। বুধবার (২৯ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় ইউরোপের দেশটিতে ১৫ হাজার ৫৭১ জনের করোনা হয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনার নতুন ধরন ওমিক্রনে এখনো খুবই ঝুঁকি রয়েছে। এমন এক সময় এই কথা বলা হচ্ছে, যখন গত সপ্তাহে বৈশ্বিকভাবে করোনা সংক্রমণ এগারো শতাংশ বেড়েছে।

বিভিন্ন দেশে দ্রুত গতিতে সংক্রমণ ছড়ানোর জন্য ওমিক্রনকে দায়ী করা হচ্ছে। বেশ কয়েকটি দেশে ডেল্টা ধরনের প্রকোপকেও ছাড়িয়ে গেছে ওমিক্রন।-খবর আল-জাজিরার

মহামারির সাপ্তাহিক হালনাগাদে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বেশ কিছু দেশে এখন পর্যন্ত পাওয়া তথ্যউপাত্তে জানা গেছে যে গেল দু-তিন দিনে ডেল্টার চেয়ে ওমিক্রন সংক্রমণ দ্বিগুণ হারে বাড়ছে।

যুক্তরাজ্য ও ব্রিটেনে ওমিক্রনই এখন দাপিয়ে বেড়াচ্ছে। ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, গ্রিস ও পর্তুগালসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার ২৪ ঘণ্টায় ফ্রান্সে একলাখ ৮০ হাজার করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, করোনাভাইরাস মহামারি শুরুর পর ইউরোপের আর কোনো দেশে আর কখনও এক দিনে এত বেশি রোগী শনাক্ত হয়নি। রয়টার্স বলছে, এর আগে ২০২০ সালের ১১ নভেম্বর ৮৬ হাজার ৮৫২ জনের কোভিড ধরা পড়েছিল ফ্রান্সে।

এরপর গত শনিবার প্রথমবারের মত এক দিনে ১ লাখের বেশি রোগী শনাক্তের রেকর্ড হয় পশ্চিম ইউরোপের এই দেশে। সেই রেকর্ড তিন দিনও টিকল না।

কেবল ফ্রান্স নয়, এক দিনে শনাক্ত রোগীর নতুন রেকর্ড হয়েছে ইতালি, গ্রিস, পর্তুগাল আর ইংল্যান্ডেও।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন