নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটায় লোকনাথ নার্সিংহোমে ৪০ তম চক্ষু শিবিরঅনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লোকনাথ নার্সিংহোমে সিএসএস পরিচালিত রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালেরউদ্যোগে এই চক্ষুশিবির অনুষ্ঠিত হয়।
নার্সিংহোমের পরিচালক পুলক কুমার পাল জানান ,এখানে দরিদ্র রোগীরা ৩০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়েই ডাক্তার দেখাতে পারবেন। এছাড়া স্বল্প খরছে ছানি অপারেশনের রোগীদের নিজস্ব গাড়িতে করে তিলক রুপসা খুলনায় নিয়ে যাওয়া হয়।
চক্ষুশিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার এস এম মফিদুল হক , সমন্বয়কারীর অসীম কুমার দাশ, নার্স এনজেলিকা বৈদ্য, ব্যাবস্থাপনা পরিচালক মিহির কান্তি রায়, কিংকর কুমার প্রমুখ ।