স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে মাইক্রোবাস ও প্রাইভেটকার স্ট্যান্ড পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শামসুর রহমান ও সাধারণ স¤পাদক পদে শাহিন আলম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে শহরের মাইক্রোবাস ও প্রাইভেটকার স্ট্যান্ডে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়া নির্বাচনে মফিজুর রহমান ও বুলবুল সরদার সহ-সভাপতি পদে, আব্দুর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম সহসাধারণ সম্পাদক, জাহাঙ্গীর হোসেন সাংগঠনিক সম্পাদক, জিয়ারুল ইসলাম প্রচার সম্পাদক, হাফিজুর রহমান কোষাধ্যক্ষ এবং মফিজুর রহমান, রাসেল হোসেন ও রুবেল হোসেন সদস্য পদে জয়লাভ করেছেন।
যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত কেশবপুর মাইক্রোবাস ও প্রাইভেটকার স্ট্যান্ড পরিচালনা কমিটির এ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ ও সহ-সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, শ্রমিক নেতা মুজিবর রহমান, সাঈদ হোসেন জনি ও রুহুল কুদ্দুস। ১২টি পদের বিপরীতে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলেন ১৯ জন। ভোটার সংখ্যা ৬৫।