হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উপচেপড়া ভীড়

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলার শেষ দিনে অর্থাৎ মঙ্গলবার শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষের উপচেপড়া ভীড় দেখা গেছে। শুরুর দিকে তেমন ভিড় না থাকলেও শেষ সময়ে জমে উঠেছে মেলা।

জানা গেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেলায় মোট ২০টি স্টল এসেছে। স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা। এদিন দুপুর ২টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কারের মধ্য দিয়ে বিজ্ঞান মেলার সমাপ্তি ঘটে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন