হোম জাতীয় মধ্যরাতে স্ত্রীর ‘গলায় মাফলার পেঁচিয়ে হত্যা’

 

জাতীয় ডেস্ক :

গোপালগঞ্জে রোজিনা বেগম (৩২) নামে এক গৃহবধূকে গলায় মাফলার পেঁচিয়ে স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৭ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া রোডের রেজাউল শেখের ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যার শিকার রোজিনা বেগম সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের কালাম মোল্লার মেয়ে। এ ঘটনার পর থেকে মৃত গৃহবধূর স্বামী রুবেল সিকদার পলাতক রয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রোজিনা বেগমের মামাতো বোনের মেয়ে প্রত্যক্ষদর্শী স্বর্ণা খানম (৭) পুলিশ ও সাংবাদিকদের জানিয়েছে, রোববার গভীর রাতে তার খালু রুবেল সিকদার (৩৫) খালার সঙ্গে ঝগড়া করে। পরে গলায় মাফলার পেঁচিয়ে চেপে ধরে। এরপর আর খালা কথা বলেনি।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক বিশ্বজিত ঘোষ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে আটকের জন্য আমরা অভিযান শুরু করেছি। আশাকরি খুব তাড়াতাড়ি হত্যাকারীকে আটক করতে পারব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন