আশাশুনি প্রতিনিধি :
আশাশুনির সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী শাহিনের নির্বাচনী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে মেম্বর প্রার্থীর নির্বাচনী অফিসের সামনে হইতে আশাশুনি মোটর সাইকেল চালক সমবায় সমিতির অফিস সংলগ্ন বট তলা নামক স্থান থেকে উপজেলা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী যুবলীগ নেতা শাহিনুর আলম শাহিনের নির্বাচনী র্যালী নিয়ে ৩নং ওয়ার্ডের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এক পথসভায় মিলিত হয়। নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মেম্বর ও আবারও মেম্বর পদপ্রার্থী শাহিনুর আলম শাহিন।
তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও আশির্বাদ চাওয়া সহ সার্বিক সমর্থন কামনা করে বলেন আপনাদের পবিত্র আমানত মুল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন আমি আপনাদের কাছে ঋণী কখনো এ ঋণ শোধকরতে পারবো না। তিনি বলেন আপনারা যে দ্বায়িত্বভার আমার কাধে তুলে দিয়ে ছিলেন আমি এ দ্বায়িত্ব ন্যায় নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। আমি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন করা সহ মাদক, সন্ত্রাস, অবৈধ ভাবে ভ‚মি দখল মুক্ত করেছি। জনগনের সুবিধা অসুবিধায় পাশে ছিলাম, আছি, থাকবো। কাজ করলে ভুল হয় না করলে হয়না। তাই চলার পথে ও আমার কাজ কর্মে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন সে জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমাকে সকলে ভুলত্রুটি মাফ করে দিয়ে এ ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার জন্য টিউব অয়েল প্রতিকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে আহবান জানাচ্ছি।
সমাজ সেবক হুদা গাজীর সভাপত্বিতে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলার যুবলীগ নেতা ভূমিহীন সমিতির সভাপতি সাংবাদিক এম এম সাহেব আলী, আশাশুনি মোটর সাইকেল চালক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজা, শ্রমিক নেতা খোকন গাজী সহ উপস্থিত কর্মী ও সমর্থকবৃন্দ।