স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন দিনভর পাড়া মহল্লায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করে চলেছেন।
এ সময় তার সাতে ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীরা। বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি ভোটারদের বলেন, দল মতের উর্দ্ধে উঠে নৌকা প্রতিকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে শরিক হউন। তিনি কমলাপুর, মনোহরনগর, বেলকাঠি , সাগরদত্তকাঠি এলাকায় সোমবাপর গণসংযোগ করেন।