নড়াইল অফিস :
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে পরাজিত নৌকা প্রার্থীর সমার্থকদের উপর বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমার্থকেরা একাধিক হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে নৌকার অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছে। আহতদের কয়েকজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের নালিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, গতকাল (২৬ ডিসেম্বর) নলদী ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি নির্বাচিত হন। আজ সকালে পৃথক ঘটনায় বিজয়ী প্রার্থীর সমর্থকরা পরাজিত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের সমর্থকদের উপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে (অব:) পুলিশ সদস্য মিজানুর রহমান( ৫৮), মোর্শেদ আলম খান (৪৮), সোহান খান (১৮), আন্তর খান (১৫), অপর ঘটনায় আরিফ (২৫) ও আব্দুল্লা (৩০) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নৌকার পরাজিত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস বলেন, নলদী ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি নির্বাচিত হওয়ার পর আজ সকালে আমার সমর্থকদের উপর ইউনিয়নের বিভিন্নস্থানে হামলা চালিয়ে আহত করেছে।
বিজয়ী চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকায় মেম্বরের সমর্থকরা এসব বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য ইউপি সদস্যদের নিয়ে আমরা সন্ধ্যায় পুলিশ ফাঁড়িতে বসবো।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, স্থানীয় সামাজিক দ্বন্দ্বের কারনে এ ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।