সুনামগঞ্জ প্রতিনিধি :
টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখি শিকার ঠেকাতে,শিকারীদের হামলায় গুরুতর আহত সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিয়োগপ্রাপ্ত টাঙ্গুয়ার হাওরে দায়িত্বরত আনসার ক্যাম্পের সহকারী নৌকা চালকসহ তিন জন,এতে পাখি শিকারের টেঁটাসহ আটক একজন কে আটক করে অভিযানকারীরা,এসময় শিকারকৃত পাখি নিয়ে পালিয়ে যায় তার সাথে থাকা অ্যন্যরা হল। শফিকুল ইসলাম(৩৫) পিতা মৃত রজব আলী,জয়নাল হক পিতা মৃত আরজ আলী, হাবিবুর রহমান, পিতা মঞ্জুল হক, সামরুল মিয়া,পিতা মনজুল হক,জমির মিয়া,পিতা সিরাজ মিয়া,কালন,পিতা রহিম, নজির পিতা রহিম, সিরাজ মিয়া, পিতা মৃত সাহেব আলী,
সোমবার ২৭,ডিসেম্বর রাত আনুমানিক ৮,টায় টাঙ্গুয়ার হাওরের পাখির অভয়াশ্রম লেচুয়ামারা বিল নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের ,টাঙ্গুয়ার হাওরে দায়িত্বরত আনসার ক্যাম্পের সহকারী নৌকা চালক,মেহেদী হাসান শুভ (২৫)টাঙ্গুয়ার হাওরের কমিউনিটি গার্ডের সদস্য হাবিবুর রহমান বাদশা (২৬),জেলা প্রশাসকের নিয়োগপ্রাপ্ত নৌকার চালক মনির মিয়া (২৭)।
এদের মধ্যে নৌকা চালক মেহেদী হাসান শুভ’র, অবস্থা আশঙ্কাজনক দেখে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য,সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আটককৃত পাখি শিকারী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে জমির মিয়া( ৩০)।
জেলা প্রশাসকের নিয়োগপ্রাপ্ত টাঙ্গুয়ার হাওরে দায়িত্বরত নৌকা চালক মনির মিয়া জানান, টাঙ্গুয়ার হাওরের পাখির অভয়াশ্রম লেচুয়ামারা বিলে পাখি শিকার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদকসহ, ৭/৮জনের একটি টিম নৌকা যোগে পাখি শিকার ঠেকাতে অভিযানে নামেন। তারা টাঙ্গুয়ার হাওরের পাখির অভয়াশ্রম লেচুয়ামারা বিলে গেলেই দূর থেকে পাখি শিকারীদের নৌকা থেকে কমিউনিটি গার্ডের টহলকৃত নৌকা লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে এক পর্যায়ে কাছাকাছি গেলে, পাখি শিকারীদের হাতে থাকা,পাখি শিকারে টেঁটা দিয়ে ঘাঁ মেরে টেঁটাবৃদ্ধ করে গুরুতর আহত করে, জেলা প্রশাসকের নিয়োগপ্রাপ্ত টাঙ্গুয়ার হাওরের দায়িত্বরত সহকারী নৌকা চালক মেহেদী হাসান শুভ কে।এসময় পাখি শিকারের টেঁটাসহ এক পাখি শিরীকে আটক করলেও অন্যরা পাখি নিয়ে পালিয়ে যায়।
উনি জানান আহতদের মধ্যে টেঁটাবৃদ্ধ গুরুতর আহত জেলা প্রশাসকের নিয়োগপ্রাপ্ত নৌকা চালক মেহেদী হাসান শুভ কে,তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে, বর্তমানে উনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এমন হামলার ঘটনার খবর পেয়ে,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আলাউদ্দিন,তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন।এবং তাদের সুচিকিৎসার জন্য সহযোগিতা করেন।এবং হামলার ঘটনার তথ্য সংগ্রহ করেন।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)উপজেলা সহকারী কমিশনার( ভূমি)মোঃ আলাউদ্দিন জানান টাঙ্গুয়ার হাওরে পাখি শিকার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এবং এ ঘটনায় যারা পালিয়ে রয়েছে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।