ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে বীরমুক্তিযোদ্ধা ও সমাজ কর্মী মো ঃ ইলিয়াস ফরাজীর (৭০) বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক যৌন হয়রানীর মামলা প্রত্যাহার এবং ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। ইলিয়াস হোসেন ফরাজী উপজেলার চাড়াখালী এলাকার মৃত ইউসুব আলী ফরাজীর ছেলে।
শনিবার বেলা ১১ টায় উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া ও চাড়াখালী এলাকার সর্বস্তরের জনগনের আয়োজনে চাড়াখালি বাজারে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বীরমুক্তিযোদ্ধা সহ এলাকার প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান নজরুল হাওলাদার,স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা ইলিয়াস ফরাজীর মেয়ে মাহামুদা,ভাগ্নি আসমা ও খাদিজা প্রমুখ।
বক্তারা বলেন, বীরমুক্তিযোদ্ধা, চাড়াখালীর কৃর্তি সন্তান প্রবীণ ব্যবসায়ী ও সমাজ কর্মী মোঃ ইলিয়াস ফরাজী এলাকার উন্নয়নে অনেক অবদান রেখেছে। তিনি একজন সমাজ সেবক ও নীরিহ মানুষ। তিনি ৫টি কন্যা সন্তানের জনক। তাকে একটি মহল সমাজে হেয় পতিপন্ন ও হয়রানি করার জন্য তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন। মানববন্ধনে বক্তারা মাননীয় প্রধান মন্ত্রীর আশু দৃস্টি আকর্ষন কামনা করেছেন এবং অবিলম্বে এ ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
স্থানীয়রা জানান, শিশুটি মুক্তিযোদ্ধা ইলিয়াস ফরাজীর বাড়ির মক্তবে সকালে কুরআন পড়তে যেত। পড়া না পাড়ায় শিশুটিকে লাঠি দিয়ে আঘাত করলে শিশুটির পরিবার ক্ষিপ্তহয় এবং সেই সুযগে একটি মহল ইলিয়াস ফরাজীকে সমাজে হেয় পতিপন্ন করতে ঘটনাকে ভিন্ন খাদে প্রভাহিত করে শিশুটির পরিবারকে ভুল বুঝিয়ে শিশুটির মাকে দিয়ে তার বিরুদ্ধে গত ৭ ই নভেম্বর রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করান।