জাতীয় ডেস্ক :
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে সরিয়ে বছরের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। খবর- বিবিসি।
আইটি নিরাপত্তা সংস্থা ক্লাউডফ্লেয়ার তথ্য অনুসারে, ভাইরাল এ ভিডিও অ্যাপটি আমেরিকান সার্চ ইঞ্জিন গুগলে তুলনায়ও বেশি খোঁজ করা হয়েছে।
সংস্থাটির করা র্যাঙ্কিং এ দেখা গেছে, টিকটক চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ এবং জুন মাসে গুগলকে শীর্ষস্থান থেকে ছিটকে দিয়েছে এবং আগস্ট মাস থেকে এক নম্বরে অবস্থানে রয়েছে।
গত বছর এ তালিকার প্রথম স্থানে গুগল ছিল। এবং শীর্ষ দশ সাইটের মধ্যে টিকটক, অ্যামাজন, অ্যাপল, ফেসবুক, মাইক্রসফট এবং নেটফ্লিক্সসহ বেশ কয়েকটি সাইট ছিল।
তালিকা তৈরির বিষয়ে ক্লাউডফেয়ার জানিয়েছে, ডাটা ট্র্যাক করার জন্য ক্লাউডফ্লেয়ার রাডার টুলটি ব্যবহার করা হয়, যেটি ওয়েব ট্র্যাফিক নিরীক্ষণ করতে সক্ষম।
টিকটকের জনপ্রিয়তা বৃদ্ধির পিছনে করোনা মহামারির অন্যতম কারণে বলে মনে করে আইটি নিরাপত্তা সংস্থাটি। কারণ করোনাকালীন দেশে দেশে নানা বিধিনিষেধ আরোপ করা হয়। যার জন্য মানুষ বাড়িতে আটকে ছিল। এসসময় তারা ঘরে বসে বিনোদনের মাধ্যম খুঁজছিল।
এ বিষয়ে ডাটা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য মতে, ২০২১ সালের জুলাই অবদি ৩ বিলিয়নেরও বেশি বার টিকটক ডাউনলোড করা হয়েছে।