হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার চন্দনপুর কৃষকলীগের উদ্যোগে সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের ১০ মৃত্যু বার্ষিকী পালিত

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সাবেক সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের ১০ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। চন্দনপুর ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মাস্টার মাহবুর রহমান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীলা জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশ। প্রধান বক্তা ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন। ইউনিয়ন যুবলীগ নেতা রাশেদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, কৃষকলীগ নেতা ইয়াকুব হোসেন, মামুন হোসেন, আব্দুল আল মামুন, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন লাভলু সহ ইউনিয়ন কৃষকলীগ, যুবলীগ নেতা-কর্মীবৃন্দ। সব শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মাসুম হুসাইন। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সাবেক সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও শরীয়তপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক ২০১১ সালের ২৩ ডিসেম্বর লন্ডনে কিংসকলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না..রাজেউন)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন