দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় ১০ বোতল ফেনসিডিলসহ তৌহিদুল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার নওয়াপাড়ার নিকারীপাড়া গ্রামের ফরিদ গাজীর ছেলে। বুধবার রাত ৮টার দিকে তাকে এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে ফেনসিডিল সহ গ্রেপ্তার করে পুলিশ।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসিফ মাহমুদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী তৌহিদুলকে গ্রেফতার করেন। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।