হোম খেলাধুলা জয় দিয়ে এশিয়া কাপ শুরু করতে চায় বাংলাদেশের যুবারা

অনলাইন ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আগামীকাল শুক্রবার আসরের দ্বিতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশের যুবারা। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। জয় দিয়ে আসর শুরু করতে চান বাংলাদেশ অধিনায়ক রকিবুল হাসান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ও নেপালের ম্যাচ শুরু হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ কুয়েত ও শ্রীলঙ্কা।

নেপালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। গত যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ও এবার দলের অধিনায়ক রকিবুল

এক ভিডিও বার্তায় বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিততে পারাটা খুব গুরুত্বপূর্ণ। দলের খেলোয়াড়রা খুবই আত্মবিশ্বাসী।  আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারলে আশা করছি সাফল্য আসবে।’

বাংলাদেশের পরের দুই ম্যাচ যথাক্রমে ২৫ ও ২৮ ডিসেম্বর, প্রতিপক্ষ কুয়েত ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

৩১ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে চলবে এশিয়া কাপ। এবারের আসরে আটটি দল অংশ নিচ্ছে। দল গুলো হলো- ভারত, আফগানিস্তান, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, কুয়েত ও শ্রীলঙ্কা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন