ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকা থেকে অপহরন হওয়া মাদ্রাসা ছাত্রী (১৬) কে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তিন দোকান এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-১০ এর একটি দল।
মডেল থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করেছে র্যাব-১০ এর একটি দল। এসময় মামলার প্রধান আসামী মো.আতিকুল শেখ (২১) কে আটক করা হয়েছে। আটককৃত যুবক লখপুরের কাহারডাঙ্গা গ্রামের আতিয়ার শেখের ছেলে।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম মামলার সংক্ষিপ্ত বিবরনে জানান, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় লখপুর এলাকার ওই কিশোরী ছাত্রীকে ফুসলিয়ে ও সুকৌশলে একটি মাইক্রোবাসে করে অপহরন করে নিয়ে যায়।
এব্যাপারে ভিকটিমের মাতা নিজ বাদী হয়ে গত ২১ ডিসেম্বর মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।