হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে এক কেজি গাজা সহ দুই মাদককারবারী আটক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী এলাকা থেকে এক কেজি গাজা সহ দুই মাদককারবারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার রাত সাড়ে দশটার দিকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে মডেল থানার এস আই আবুল কাইয়ুম ও এসএসআই আল-মামুন সহ সংগীয় পুলিশের একটি দল আট্টাকী ফায়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে কোটালীপাড়ার ঘাঘরপাড়া গ্রামের সুলতান মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা (২২) ও ফকিরহাটের আট্টাকা গ্রামের মৃত দ্বীন মোহম্মদের ছেলে মাহিন্দ্রা চালক সিরাজ শেখ (৬০) কে আটক করে। এসময় তাদের নিকট থেকে এক কেজি গাজার উদ্ধার করে পুলিশ।

গাজা সহ দুইজন আটকের সত্যতা স্বীকার করে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন