হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ

 

পিরোজপুর অফিস :

পিরোজপুরের কাউখালীতে তৃতীয় ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসন এবং সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর)সকালে উপজেলার পরিষদ সভা কক্ষে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত উপজেলার ২ টি ইউনয়নের ২ জন চেয়ারম্যান ৬ জন সংরক্ষিত আসনের নারী সদস্য এবং ১৮ জন সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ২ চেয়ারম্যানেক শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।

চেয়ারম্যানরা হলেন, রঘুনাথপুর ইউনিয়নের সতন্ত্র প্রার্থী আবু সাইদ ও চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী লাইকুজ্জামান তালুকদার মিন্টু।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা ২ ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সদস্য (পুরুষ) এবং সংরক্ষিত (মহিলা) সদস্যদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বনী আমিন প্রমুখ। নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন