জাতীয় ডেস্ক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষ করে বড় ভাই মাহমুদুল হাসানের সাথে বিমানবন্দর ত্যাগ করেছন বিতর্কিত সংসদ সদস্য ডা. মুরাদ।
এসময় সাংবাদিকদের এড়াতে আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে চুপিসারে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। যদিও এর আগে তিনি সিআইপি গেট ব্যবহার করতেন।
রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে মুরাদ হাসানকে বিমানবন্দরে রিসিভ করতে অপেক্ষা করছিলেন তার বড় ভাই মাহমুদুল হাসান।
১০ ডিসেম্বর দেশ ছেড়ে কানাডা ও আরব আমিরাতে প্রবেশে ব্যর্থ হওয়ার পর রোববার (১২ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় ফেরেন বিতর্কের মুখে পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বিকেল চারটা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
মুরাদ হাসানের দেশে ফেরার খবরে সাংবাদিকরা দুপুর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন।
একাত্তরের এই প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে মুরাদ হাসান ঢাকার পৌছাবার পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতার কথা নিশ্চিত করেন।
শাহজালাল বিমানবন্দর থেকে কোথায় যাবেন, এমন প্রশ্নের জবাবে জামালপুর চার আসনের এই সংসদ সদস্য পরিস্কার করে কিছু বলেননি। তবে ধারণা করা হচ্ছে তিনি নিজ বাসাতে ফিরবেন।