নিজস্ব প্রতিনিধি:
শ্যামনগরে ওয়াপদার বেঁড়িবাঁধ উপচে খোলপেটুয়া নদীর পানি লোকলয়ে প্রবেশ করছে। গত দুই দিন ধরে জোয়ারের সময় পানি প্রবেশ করায় আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসি। উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে (কুনির মাথায়) বেড়িবাঁধের উপর দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় বাঁধটি ঝুকিপূর্ন হয়ে পড়েছে। গ্রামবাসি জানায়, নদীতে ভাটার সময় সমস্যা না হলেও জোয়ারের সময় নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। গত দুই দিন ধরে খোলপেটুয়া নদীর জোয়ারে প্রধান বেড়িবাধের নিকটে সাপোর্টিং বাঁধ উপছে নদীর পানি ঢুকেছে। আগে থেকেই বাঁধটি ঝুকিপূর্ন ছিলো। এলাকবাসির অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের আগে থেকে জানানো হলেও বাঁধ সংস্কারে কোনো সাড়া মেলেনী।
১০ নং আটুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কামাল উদ্দীন বলেন, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বিড়ালাক্ষী শেখ পাড়া-কুনের মাথা এলাকায় নদীর জোয়ারের পানি প্রবেশ করায় তিনি বিষয়টি ইউপি চেয়াম্যানকে বলেন। আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ছাপিয়ে ঘেরের মধ্যে পানি ঢুকেছে। তবে আতংকিত হওয়ার কারন নেই। বিকালে ভাটার সময় পানি কমে যাবে। বিষয়টি সমাধানে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছেন।