হোম অন্যান্যসারাদেশ যশোরে চাঁদাবাজিকে কেন্দ্র করে যশোর শহরে যুবককে ছুরিকাঘাত

যশোরে চাঁদাবাজিকে কেন্দ্র করে যশোর শহরে যুবককে ছুরিকাঘাত

কর্তৃক
০ মন্তব্য 91 ভিউজ

যশোর অফিস :

যশোর শহরে পারভেজ বিশ্বাস (২৮) নামে এক যুবককে ছুরি মেরে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এই ঘটনার জন্য টুটুল, রকি, ফরাজি ইমরুল ও হানিফসহ কয়েক যুবককে দায়ী করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের ঘোপ মাহমুদুর রহমান স্কুলের সামনে ঘটনাটি ঘটেছে।
পারভেজ যশোর শহরতলির বাহাদুরপুর এলাকার তোতা বিশ্বাসের ছেলে। তার শরীরে অস্ত্রোপচার করা হচ্ছে।

পারভেজ বলেন, উপশহর এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের সামনে সানোয়ারের ক্যারম বোর্ডের দোকানে ছিলাম। সন্ধ্যা ছয়টার দিকে ঘোপ বউবাজার এলাকার রকি আমাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় মাহমুদুর রহমান স্কুলের সামনে। ওই সময় সেখানে থাকা টুটুল, রকি, ফরাজি, ইমরুল, শানু, ইরান ও হানিফ মিলে আমার বুকের বাম পাশ, পেট ও বাম হাতে ছুরি মেরে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

ঘোপ এলাকার একাধিক সূত্র জানিয়েছে, ঘোপ বউবাজারে চাঁদাবাজির ঘটনা নিয়ে দুই গ্রুপের বিরোধের জেরে প্রতিপক্ষরা পারভেজকে ছুরি মারে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার অমিয় দাস বলেন, পারভেজের বুকের বাম পাশে বিপজ্জনক স্থানে ছুরি ঢুকেছে। রক্ত বন্ধ করা যাচ্ছে না। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এইচএমএ লতিফ বলেন, ‘আমি খবর শুনে ঘটনাস্থলে এসেছি। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন