হোম অন্যান্যসারাদেশ মনপুরা হাসপাতালে সোলার সিস্টেম উদ্বোধনী করলেন সেলিনা চৌধুরী

মনপুরা (ভোলা) প্রতিনিধি :

ভোলার মনপুরায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে বাংলাদেশ সরকার ও জ্যাইকা’র অর্থায়নে স্হাপিত হলো সোলার সিস্টেম ও কোভিড ১৯ এর সুরক্ষা যন্ত্রপাতি।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সাস্থ্যকমপ্লেক্সের হল রুমে সোলার সিস্টেম ও কোভিড ১৯ এর সুরক্ষা যন্ত্রপাতি স্থাপিত উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানঅথিতি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মিসেস সেলিনা আক্তার চৌধুরী, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শামিম মিঞা।

এখন ২৪ঘন্টা বিদ্যুৎ থাকবে হাসপাতালে এবং ফ্যান ও চলবে,রাত ১২টার পর অন্ধকারে আর থাকা লাগবেনা হাসপাতালে এসে, এমনটাই বলেন হাসপাতালে ভর্তি রোগীগন।

ডাঃ তৈয়বুর রহমানের সভাপত্বিতে বাংলাদেশ সরকার ও জাইকা’র অর্থায়নে সোলার সিস্টেম ও কোভিড ১৯এর সুরক্ষা যন্ত্রপাতির উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন মনপুরা উপজেলা হাসপাতাল কর্তৃক পক্ষ।

উদ্বোধনীয় অনুষ্ঠান শেষে সোলার প্ল্যান,আইপিএস, ইসিজি মেশিন, রোগীর জন্য ২০ উন্নতমানের ব্যাড এবং ২৪ ঘন্টা ফ্যান চলবে পুরুষ ও মহিলাওয়ার্ডে, পাস অক্সিমিটার, অক্সিজেন সিলেন্ডার২০টা পরিদর্শন করেন অথিতিগন।

উদ্বোধনীয় অনুষ্ঠানে আরো উপস্থিত অথিতি হিসেবে ২নং হাজির হাট ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দীন হাওলাদার, মনপুরা উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আমিনুল ইসলাম ফিরোজ, ডা নাইমুল হাসনাত নাইম,থানা ইঞ্জিনিয়ার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন