হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে শিক্ষার্থীদের কোভিড টিকাদান শুরু হয়েছে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধে টিকা প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম দিনে ৭৪৬ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগ জানান, উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২হাজার ৭০জন এইচএসসি পরীক্ষার্থীদের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পর্যায়ক্রমে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কেন্দ্রের সামনে সকাল থেকে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে। করোনার টিকা পেয়ে খুশি হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। তবে দীর্ঘ সময় দাড়িয়ে থেকে অনেকে অসুস্থ হয়ে পড়ে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, শিক্ষার্থীদের টিকা প্রদানের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী ভাগ করে ৩ দিনে মোট ২০৭০জনকে টিকা দেওয়া হবে বলে তিনি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন