স্বপন কুমার রায়, দাকোপ থেকে :
সন্ধ্যা থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত খুলনার দাকোপের বটবুনিয়া বাজার। ২৫ মিনিট স্থায়ী ঝড়ে ২০/২৫ টি ঘর ঝড়ে উড়ে গেছে। ক্ষয়ক্ষতির’ পরিমাণ তাৎক্ষণিক অনুমান করা না গেলেও আনুমানিক বিশ লক্ষাধিক টাকার কম হবে না। পুরা রাস্তা বন্ধ হয়ে গেছে। এ সময় মুহুর্মুহু বজ্রপাতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন ।
এ খবর লেখা কালীন দাকোপ ইউনিয়ন এলাকায় দ্বিতীয় বারের মত কালবৈশাখী আঘাত হেনেছে । ঝড়ের বর্তমান গতি ঘণ্টায় আনুমানিক পঁচাত্তর থেকে পঁচানব্বই কিলোমিটার । একঘণ্টা পূর্বের কালবৈশাখী দমকা হাওয়া, বজ্র ও শীলা সহ ভারী বৃষ্টি ঝরিয়ে থেমে যায়। এই মুহূর্তে প্রচন্ড দমকা হাওয়া, ভারী শীলা বৃষ্টি ও বজ্রপাত চলছে। দাকোপের বিভিন্ন এলাকা থেকে ক্ষয় ক্ষতির খবর আসতে শুরু করার মুহূর্তে দ্বিতীয়বার দাকোপ ঝড়ের কবলে আক্রান্ত হলো।
এদিকে শীলা বৃষ্টির ফলে দাকোপের কৃষকদের মাথায় উঠেছে । দাকোপ জুড়ে এখন তরমুজের ভরা মরশুম। মহামারী করোনা যুদ্ধে যখন সারা বিশ্ব বাংলা ক্লান্ত ঠিক তখনই এই দুর্যোগ মরার উপর খাঁড়ার ঘাঁ। অর্থনৈতিক অবস্থায় পিছিয়ে যাবে প্রান্তিক জনপদের নানান শ্রেণি পেশার এই সকল মানুষেরা ।