হোম আন্তর্জাতিক ভয়াবহ বায়ু দূষণে অসুস্থ হচ্ছেন ভারতীয়রা

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ুদূষণে নতুন করে আরো অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।

এক জরিপে বলা হয়, আশি ভাগ পরিবারের অন্তত একজন সদস্য বিষাক্ত এই বায়ুদূষণের কারণে হাঁপানিসহ শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে ভুগছেন। দীর্ঘমেয়াদে বায়ুদূষণের কারণে শহরবাসীর শরীরে হৃদরোগ ও ফুসফুসের আরো ভয়াবহ রোগ দানা বাঁধতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

কুয়াশা আর দূষণে ছেয়ে আছে দিল্লির আকাশ। দীপাবলিতে আতশবাজি এবং পরে কৃষকের ফসলি জমির খড়কুটো পোড়ানোর কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো বিষাক্ত বাতাসের ছাপ শহরজুড়ে। এখন পর্যন্ত পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বরং যতই দিন যাচ্ছে বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব হারে হারে টের পাচ্ছে নগরবাসী।

গেল দুসপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে বায়ুদূষণজনিত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ভারতের একটি সংস্থার জরিপে দেখা যায়, নয়াদিল্লির অন্তত ৮০ ভাগ পরিবার এই দূষণের শিকার হয়েছেন। প্রতিটি পরিবারে কেউ না কেউ বিষাক্ত এই দূষণের শিকার হয়ে হাঁপানিসহ শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে ভুগছেন। বায়ুদূষণজনিত সমস্যার কারণে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা ২২ থেকে এক লাফে ৪৪ শতাংশে পৌঁছেছে।

দিন দিন পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। সবাই রাজনৈতিক কাঁদা ছুড়াছুড়িতে ব্যস্ত। বায়ুদূষণ রোধে কারো কোনো মাথা ব্যথা নেই।

এক চিকিৎসক বলেন, যাদের আগে কোনো রোগ ছিলো না তারাও এখন চোখ জ্বালাপোড়া, হাঁচি, কাশিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে আমাদের কাছে আসছেন। এমন কি কেউ কেউ শ্বাসকষ্ট নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছেন।

সবশেষ শনিবারও টানা সাতদিনের মতো দিল্লির বায়ুমান পরিস্থিতি খুবই নাজুক ছিলো। গড় স্বাস্থ্যমানের চেয়ে কয়েকগুণ বেশি দূষণ রেকর্ড করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দিল্লিতে দীর্ঘমেয়াদে এই দূষণ চলতে থাকলে হৃদরোগ ও ফুসফুসের আরো নানা জটিল রোগে আক্রান্ত হতে পারেন নগরবাসী। তাই এখন থেকেই এ বিষয়ে পদক্ষেপ নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন