জাতীয় ডেস্ক :
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান জানিয়েছেন, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের তৈরি পোশাক খাতে উৎপাদন ব্যয় ৫ শতাংশ বৃদ্ধি পাবে।
শনিবার (২০ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল আমারিতে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি এ কথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি দেশে ডিজেলের দাম বাড়ানো হয়েছে। সেই অনুপাতে ট্রান্সপোর্টেশন, জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও অন্যান্য আনুষঙ্গিক কাঁচামাল ও সেবার মূল্য বৃদ্ধির ফলে আমাদের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে ৪ থেকে ৫ শতাংশ।
গত দুই বছরে করোনার কারণে আমাদের তেমন কোনো কর্মসংস্থান তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেছেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হলে প্রয়োজন ব্যবসা সহজ করা এবং নীতি স্থিতিশীল রাখা। এমন পরিস্থিতিতে সরকারকে তেলের দাম কমানোর বিষয় বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজিএমইএ সভাপতি আরও বলেছেন, করোনার সময় আমাদের অর্ডার কম এসেছিল, বর্তমানে প্রচুর অর্ডার আসছে। তবে অর্ডার বাড়লেও পণ্যের দাম এখনো তেমন বাড়েনি। আমরা পোশাকের মূল্য বাড়াতে কাজ করছি।
সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, আগের চেয়ে এখন আমরা কিছুটা বেশি মূল্য পাচ্ছি, তবে উৎপাদন ব্যয় যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় দাম পাচ্ছি না।
