ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে পৃথক স্থানে একই রাতে পৃথক দুটি চুরি ঘটনা ঘটেছে। এতে এলাকায় চুরি আতংক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার পাগলা শ্যামনগর উত্তরপাড়া জামে মসজিদের আযান দেয়ার মাইক কে বাকাহারা চুরি করে নিয়ে গেছে।
অপরদিকে একই রাতে উপজেলার সদর ইউনিয়নের আট্টাকী কুন্ডপাড়া এলাকার সুনীল কুন্ডের বাড়ীর গোয়াল ঘর থেকে একটি কালো রঙের একটি গাভী দুস্কৃতিকারীরা চুরি করে গেছে।
ভুক্তভোগী সুনীল কুন্ড জানান, চুরি যাওয়া উন্নত জাতের গাভীটির আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, চুরির ঘটনা শুনেছি। চোরচক্র শনাক্তে কাজ করছে পুলিশ। দুস্কৃতকারীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
