মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে মাদকসহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশসূত্রে জানাগেছে, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) নির্দেশনায় এবং মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নেতৃত্বে বুধবার(১৭ নভেম্বর) মধ্যরাতে মোল্লাহাট থানার একটি আভিযানিক দল মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মোল্লা(২৪), পিতা-ফরিদ মোল্লা, মাতা রুশ্নি বেগম, গ্রাম-ভান্ডারখোলা, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাট, বাপ্পি তালুকদার(৩৪), পিতা-জাহাঙ্গীর তালুকদার, মাতা-বেবি বেগম, গ্রাম-গজালিয়া, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, রাসেল মাঝি(২২), পিতা-সামছু মাঝি, মাতা-শাহানারা বেগম, গ্রাম-গজালিয়া, থানা-কচুয়া, জেলা-বাগেরহাটদের ৭নং আটজুড়ি ইউনিয়নের ভান্ডারখোলা সাকিনস্থ ধৃত ১নং আসামী রাসেল মোল্লা এর টিনের তৈরি বসত বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হতে ৪৩ (তেতাল্লিশ) পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর আদালতে প্রেরণ করা হয়। উক্ত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানাগেছে। এছাড়া একই রাতে আরেকটি অভিযানে ভান্ডারখোলা থেকে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বিবেক বাড়ৈ, পিতা অমল বাড়ৈ, কুরালীতলা চিতলমারীকে আটককরে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে।