হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট ইউনিয়ন প্রাক্তণ চেয়ারম্যান আব্দুর রশিদের ইন্তেকাল

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান শেখ আব্দুর রশিদ (৮০) বুধবার দিবগত রাত রাত আড়াইটার দিকে বাধর্ক্যজনিত কারণে নিজ বাস ভবন আট্টাকী গ্রামে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ফকিরহাট কাজি আজাহার আলী কলেজ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্যাদী সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্যে জানা গেছে।

উল্লেখ্য, মরহুম শেখ আব্দুর রশীদ ১৯৭৪ সালে ফকিরহাট ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ফকিরহাটের সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান দুলু চাচা।

তার মৃত্যুর খবর পেয়ে ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু সহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অসংখ্য মানুষ তাঁকে এক নজর দেখার জন্য বাড়ীতে ছুটে আসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন