ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকা থেকে সঞ্জিব অধিকারী(৪৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে শুভদিয়া ক্যাম্প পুলিশ। এসময় তার কাছ থেকে ১০পিচ ইযাবাট্যাবলেট উদ্ধার করেছে।
বুধভার রাতে গোপনে সংবাদ পেয়ে উক্ত এলাকায় বিশেষ এক অভিযান চালিয়েতাকে আটক করে। আটককৃত মাদককারবারী রামপালের গৌরম্ভা এলাকার মৃত নিমৃল অদিকারীর ছেলে।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনম।