হোম অন্যান্যসারাদেশ সাংবাদিক কামরুজ্জামানের ত্রান বিতরণ

সাংবাদিক কামরুজ্জামানের ত্রান বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 151 ভিউজ

নিজিস্ব প্রতিনিধি:
পাটকেলঘাটার অতি পরিচিত মুখ সাংবাদিক কামরুজ্জামান। মানুষটির সাংবাদিকতা শুরু ২০০২ সালের দিকে। তখন গণমাধ্যমে এত অবাদ প্রচার ছিল না। যে কারনে কামরুজ্জামান সকলের কাছে বেশি পরিচিত। সে সময়ে পত্রিকায় একটা নাম আসলেও মানুষ খুশি হয়ে ইনাম দিত। সেই থেকে ইনাম নিয়ে তাঁর জীবন চলতো। বর্তমানে গাড়ীর ব্যাবসা সহ অনেক ব্যাবসা আছে। দেশের করোনা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষ কে প্রথমে অল্প পরিমান চাল,ডাল দিয়ে সহযোগীতা করতে শুরু করে। এরপর মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করার যে তৃপ্তি তা সে অনুধাবন করতে পারে। এ পর্যন্ত ২৭৫ পরিবার কে ত্রান দিয়েছে। আজ ৭ মে হতে তাঁর দেওয়া ত্রানের প্যাকেট ও পরিমান বৃদ্ধি পেয়েছে। আগে তার নিজস্ব অফিস পাটকেলঘাটা রিপোর্টাস ক্লাবের সামনে মানুষ কে সাহায্য করলেও এখন নিজে কাঁধে করে নিয়ে অসহায় মানুষগুলোর খাবারের ব্যাবস্থা করছে। কামরুজ্জামান তালার সরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম বদরুজ্জামানের ভাই। এ বিষয়ে কামরুজ্জামান জানিয়েছেন, এক সময় মানুষের উপকার করে ইনাম নিলেও তাতে শান্তি পায়নি। করোনায় ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিয়ে যে প্রশান্তি পাচ্ছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে প্রতিদিন ৫/১০ জন মানুষকে খাদ্য সহায়াতা দিতে না পারলে শরীরের মধ্যে জ্বালা করে। কামরুজ্জামান এর মত সাংবাদিক সাধারণের সেবায়। সত্যই এ দৃষ্টান্ত। বর্তমান সমাজের ধনী ব্যক্তিরা এ থেকে শিক্ষা নিবেন বলে মনে করেন সহযোগী প্রাপ্ত জনসাধারণ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন