হোম জাতীয় নেত্রকোনা জেলা পুলিশের অর্ধকোটি টাকা রাজস্ব আয়

জাতীয় ডেস্ক :

মাদক চোরাচালানসহ সাম্প্রদায়িক সহিংসতা জিরো টলারেন্স রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে বিট পুলিশিং কার্যক্রম চালুসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে নেত্রকোনা জেলা পুলিশ। গত এক বছরে প্রায় পৌনে দুই কোটি টাকা সমপরিমাণের মাদক উদ্ধারসহ ট্রাফিক আইনের সঠিক প্রয়োগে রাজস্ব আদায় করেছে প্রায় অর্ধকোটি টাকা।

শনিবার (৬ নভেম্বর) বিকালে সাংবাদিকদের এক বৈঠকে এসব কথা জানান নেত্রকোনা সুপার মো. আকবর আলী মুনসী।

পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মাদক-জঙ্গি-সন্ত্রাসবিরোধী অভিযানে ৮১৮টি মামলায় ১ হাজার ১৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন আইনে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২২ কেজি ৯০৮ গ্রাম গাঁজা, ১০ হাজার ১৪৯ পিস ইয়াবা, ২০০ বোতল বিদেশি মদ, ১৬৩ দশমিক ৬৮ গ্রাম হেরোইন, ৪৩০ দশমিক ৫০ লিটার চোলাই মদ এবং ৩২৭ এম্পুল নেশাজাতীয় ইনজেকশনসহ অন্যান্য বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য এক কোটি ৭১ লাখ ৮৫ হাজার ৮১ টাকা। এছাড়াও মোটরযান আইনের সঠিক প্রয়োগে ১১ হাজার ১৯১টি মামলায় ৪৫ লক্ষ ৯৮ হাজার ২০০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, জেলায় বিভিন্ন ধাপে গত পৌরসভার নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করেছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও পুলিশ এই তৎপরতা অব্যাহত থাকবে।

এছাড়াও গত মার্চ-এপ্রিল মাসে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কওমি মাদ্রাসার ছাত্রদের নামিয়ে দেয়া হয়। সারাদেশের ন্যায় নেত্রকোনাতেও ৬৬০ টি মাদ্রাসার লক্ষাধিক ছাত্র থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটিও পুলিশ দক্ষতার সাথে মোকাবেলা করেছে।

সেইসাথে সাম্প্রতিক দুর্গাপূজায় অন্যান্য জেলার ন্যায় নেত্রকোনাতেও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলেও ৫১৫টি পূজামণ্ডপে অত্যন্ত দক্ষতার সাথে পুলিশি নিরাপত্তায় পূজা উদযাপনে সহযোগিতা করা হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হয়নি।

অন্যদিকে সদর থানাধীন প্রবাসীর স্ত্রী হত্যার রহস্য উদঘাটনসহ বেশ কটি ক্লুলেস ঘটনায় আসামিদের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদানের ব্যবস্থা করে নেত্রকোনা জেলার দুর্গাপুর, কলমাকান্দা, মদন ও মোহনগঞ্জ এলাকার চাঞ্চল্যকর হত্যা মামলার গুণগত মান সম্পন্ন বিজ্ঞানভিত্তিক তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন