মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ৭নং মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারন সদস্য ও নারী সদস্যা প্রার্থীরা ভোটারদের বাড়ীতে বাড়ীতে দৌড় ঝাপ শুরু করেছে। প্রার্থীরা প্রচার প্রচরনায় রয়েছে ব্যস্ত। পোষ্টারে পোষ্টারে পাল্টে গেছে অত্র ইউনিয়নের দৃশ্যপট। নির্বাচনী হাওয়ায় ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত শুরু হয়েছে প্রার্থীদের তৎপরতা।
জনসাধারণের দৌরগোড়ায় এখন জনসেবা মুলক কর্মকান্ডে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীগন। নির্বাচনী পথ সভা,গনসংযোগ সহ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়ও মতবিনিময় করছেন প্রার্থী ও সমর্থকরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মূলঘর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা মোট ২জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার (নৌকা) ও সতন্ত্র প্রার্থী নাসির সরদার (আনারশ)। এছাড়া ওই ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে সাধারণ-৩০, সংরক্ষিত-৯ জন নারী সদস্য প্রার্থী বিরামহীন ভাবে প্রচার প্রচরনা চালিয়ে যাচ্ছেন। এসব প্রার্থীরা আবার নতুন করে আচরণ বিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম অব্যাহত রেখেছেন।
প্রার্থীরা গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। একটি নতুন ইমেজে নতুন আঙ্গিকে আদর্শ ইউনিয়ন গড়ার লক্ষ্যে প্রার্থীরা প্রত্যেকেই জনগনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন। এই ইউনিয়নের পুরোপুরী উন্নয়নের দ্বার প্রান্তে পৌছানোর জন্য ভোটারদের প্রত্যাশা অনেক। প্রার্থীরা কেউই নির্বাচনী প্রাচরণায় পরিশ্রম করতে কার্পণ্য করছেন না। শুভ্যানুধায়ী, কর্মী সমর্থকদের সাথে নিয়ে দিবারাত্র ব্যস্ত রয়েছেন। প্রত্যেক প্রার্থী বর্তমান অবস্থা থেকে ইউনিয়নের শ্রীবৃদ্ধি ঘটানোর প্রত্যাশী।
এলাকার ভোটারদের সাথে আলাপকালে তারা জানায়, নির্বাচনে যাকে যোগ্য প্রার্থী মনে করবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। উল্লেখ্য, আগামী ১১নভেম্বর মূলঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
