স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে বৃহস্পতিবার রাতে শ্যামাপূজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় কেন্দ্রীয় কালী মন্দির, পাঁজিয়া কালী মন্দির, মূলগ্রাম কালী মন্দির , মহামায়া কালী মন্দির,কালীতলা কালী মন্দির, মির্জানগর কালী মন্দির, সেনবাড়ি পূজা মন্ডপ, সহ প্রায় মন্দিরে প্রতিটি মন্দিরে কালো কাপড় মুখে ঢেকে দর্শনার্থী ও স্ব স্ব মন্দির কমিটি ১৫ মিনিট নীরবতা পালন করেন। শুক্রবার প্রতিমা বির্সজন দেয়া হয়।
প্রেসক্লাব সংলগ্ন মহামায়া কালী মন্দিরে পূজার আয়োজক প্রশান্ত সাহা বলেন,বৃহস্পতিবার শ্যামাপূজার ঘট উদ্ধোধনের সময় মুখে কালো কাপড় বেঁধে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমরা নিরাবতা কর্মসূচী পালন করি। ২০০০ সাল থেকে এই মন্ডপে পূজা করে আসছি।
কেশবপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ সভাপতি দুলাল চন্দ্র সাহা বলেন ”সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে এক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও ” সংবলিত ব্যানার মন্দিগুলো টাঙিয়ে দেওয়া হয়। শুধুমাত্র ধর্মীয় আচারানুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে পূজা।
