হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের জন্মদিন পালিত

স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) :

কেশবপুরে শুক্রবার সাহিত্যিক ও অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১১৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে ‘আমরা সাজাবো কেশবপুর’ সংগঠনের উদ্যোগে প্রেসক্লাবের হলরুমে তাঁর কর্মময় জীবনীর উপর আলোচনা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী ,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক উৎপল দে।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শিক্ষক সুশান্ত মল্লিক, সংগঠনের যুগ্ম সম্পাদক মোজাফফর হোসাইন, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল্লাহ, দপ্তর সম্পাদক তুহিন হোসেন, সদস্য ইনামুল হাসান নাইম, মুনজুর রহমান, শফিকুল ইসলাম, সাগর হোসেন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন