হোম জাতীয় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট কবির কিশোরসহ দু’জন গ্রেফতার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট কবির কিশোরসহ দু’জন গ্রেফতার

কর্তৃক
০ মন্তব্য 109 ভিউজ

অনলাইন ডেস্ক :
করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কার্টুনিস্ট কবির কিশোর ও মুশতাক আহমেদ নামে দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাব বাদী হয়ে করা একটি মামলায় এই দু’জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে মামলা দায়ের ও আসামিদের গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা জোনের উপকমিশনার সাজ্জাদুর রহমান।

বুধবার (৬ মে) তিনি বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে এই দু’জনের বিরুদ্ধে। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।’
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাতেই আমাদের থানায় র‌্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছে। এই মামলায় আসামি কবির কিশোর ও মুশতাক আহমেদকে র‌্যাব গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।’

র‌্যাব-৩ এর অপারেশনস অফিসার এএসপি জাফর জানান, গুজব ছড়ানোর অভিযোগে কবির কিশোরকে রমনা এলাকা থেকে ও মুশতাক আহমেদকে লালমাটিয়া থেকে গ্রেফতার করা হয়। এছাড়া এই মামলায় আরও ১০-১২ জন আসামি রয়েছে। যাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন