ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাংলাদেশ হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর এর অন্তর্ভূক্ত বাগেরহাটের ফকিরহাটে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ জনতা, জনতাই পুলিশ, মুজিববর্ষের মুলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে কাটাখালী হাইওয়ে থানা চত্ত¡রে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদক ও চোরাচালান নির্মূল, সড়ক দুর্ঘটনা রোধ, সন্ত্রাসী কার্যকালাপ প্রতিরোধ, মহাসড়কে শৃঙখলা রক্ষা, চুরি, ডাকাতী ছিনতাই এবং চাঁদাবাজী রোধে সচেতনতা মুলক এ অনুষ্ঠানে হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মো. আলী হোসেন (পিপিএম) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর এর সহকারী পুলিশ সুপার (যশোর) আলী আহম্মেদ হাশমী।
তিনি বক্তব্যে বলেন আমরা থ্রি-হুইলার-কে অবৈধ বলবো না, কারণ সরকার এটি আমদানী করেছে ফিডার রাস্তায় চলাচলের জন্য। এটা মহাসড়কে চলাচল করার জন্য নয়, এর কোন বৈধ কাগজপত্র নাই, যার কারনে মহামান্য হাইকোট এটিকে মহাসড়কে অবৈধ ঘোষনা করেছেন। আমাদেরকে মাহামান্য হাইকোটের নির্দ্দেশ যথাযত ভাবে মান্য করতে হবে।
তিনি বলেন, জনগন যদি পুলিশকে সহযোগীতা না করতো তাহলে পুলিশের একার পক্ষে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্বাব হবে না। তাই মহাসড়কে যাহাতে থ্রি-হুইলার জাতীয় অবৈধ যানবাহন চলাচল করতে না পারে এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানী না ঘটে তার জন্য সকলের সহযোগীতাও কামনা করেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ রেজাউর রহমান মন্টু ও বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান বুলু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আন্ত:জেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, রুপসা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, লখপুর ইউপি চেয়ারম্যান এমডি সেলিম রেজা প্রমূখ। এসময় বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
