নড়াইল অফিস :
প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে আসন্ন লোহাগড়া পৌরসভার নির্বাচন। নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিচ্ছেন সন্ত্রাস মুক্ত,মাদক মুক্ত, পরিছন্ন আধুনিক পৌরসভা গড়ার। প্রত্যেকেই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। আর ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা
শহরের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল আর স্লোগানমুখর। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, স্বতন্ত্র, ওয়ার্কস পার্টির মনোনীত প্রার্থী অংশ নিয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নৌকার মাঝি সৈয়দ মসিয়ুর রহমান ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন। তিনি জানান, মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে লোহাগড়া পৌরসভার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে। তিনি লোহাগড়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা এবং যানজট নিরসনসহ মৌলিক সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আধুনিক পৌরসভা গঠনের প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে সমানভাবে প্রতিটি ঘরে ঘরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বতর্মান মেয়র মো. আশরাফুল আলম। তিনি বলেন, আমার ৫ বছর মেয়াদকালে লোহাগড়া ছিল সন্ত্রাস ও চাদাবাজ মুক্ত,মানুষ শান্তিতে বসবাস করেছেন। আমি পুনরায় মেয়র নিবার্চত হলে এলাকার উন্নয়নে ধারাবাহিকতায় নিজেকে নিয়োজিত রাখবো এবং পৌরসভার জনগনের পাশে থেকে কাজ করে যাবো। আমি সকলের নিকট দোয়া ও সমথর্ন চাই এবং প্রত্যেক ভোটারকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রধানের আহ্বান জানান তিনি।
একইভাবে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে পাড়া-মহল্লা চষে বেড়াাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। সবাই নিজ নিজ প্রতীকে ভোট দিতে ভোটারদের কাছে অনুরোধ জানান।
কাউন্সিলর প্রার্থী মো. আনিসুর রহমান বলেন, গত নিবাচনে আমি জনগের ভোটে এ ওয়ার্ডে কমিশনার নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার রাস্তাঘাট সহ এলাকার নানা মুখি উন্নয়ন ম‚লক কাজ করেছি। আমি আবারও নির্বাচিত হলে উন্নয়নের পাশাপাশি ৩নং ওয়ার্ডকে মাদক মুক্ত,সন্ত্রাস ও চাদাবাজ মুক্ত একটি সমৃদ্ধ মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।
পিছিয়ে নেই মহিলা প্রার্থীরা। তারাও মা-বোনদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রাজিয়া সুলতানা বিউটি বলেন, আমি মানুষের জন্য সবসময় কাজ করি। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াই। আশা করছি, ভোটাররা আমাকে বঞ্চিত করবেন না।
লোহাগড়া উপজেলা নিবার্চন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, আগামী ২ নভেম্বর, মঙ্গলবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রথমবারের মতো লোহাগড়া পৌরসভায় ভোট গ্রহণ হবে। নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লোহাগড়া নিবার্চন অফিস সুত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার ভোটার ২৩ হাজার ৭৩৭ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৫৭৭ জন এবং মহিলা ১২ হাজার ১৬০ জন।, ভোট কেন্দ্র ১১টি, কক্ষ ৭১ টি।